মোঃ ইউসুফ শেখ, ব্যুরো প্রধান, খুলনা।
কঠোর লকডাউনের আজ ৭ম দিন তবু কিছুতেই মৃত্যুর মিছিল প্রতিহত করা যাচ্ছে না খুলনা বিভাগে। দিনে দিনে ভয়াবহ রূপ ধারণ করেছে মহামারী করোনাভাইরাস। কারও মা, কারো বাবা, ভাই বোন একের পর এক হারিয়ে যাচ্ছে প্রিয় মানুষ গুলো। প্রাণহানি ও শনাক্তের রেকর্ড গড়ছে বার বার। তারই ধারবাহিকতায় আবারও করোনায় মৃত্যুর রেকর্ড গড়লো খুলনা বিভাগ। গত ২৪ ঘণ্টায় সকল রেকর্ড পেরিয়ে খুলনা বিভাগে আজ ৬০ জন মৃত্যুবরণ করেছে। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৯০০ জন।
এর আগে গত সোমবার (০৫ জুলাই) খুলনা বিভাগে ৫১ জনের মৃত্যু এবং মঙ্গলবার (০৬ জুলাই) সর্বোচ্চ ১ হাজার ৮৬৫ জনের শনাক্তের রেকর্ড হয়েছিল। আজ বুধবার (০৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে খুলনায়। কুষ্টিয়ায় ১১ জন, ঝিনাইদহে ৭ জন, যশোরে ৬ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, নড়াইলে ৪ জন, বাগেরহাটে ৩ জন, মেহেরপুরে ২ জন ও মাগুরায় ১ জন মারা গেছেন।
উল্লেখ্য খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় খুলনা বিভাগের চুয়াডাঙ্গায়, গত বছরের ১৯ মার্চ।