
আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
দক্ষিণবঙ্গে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত সংগঠনের নাম খেদমতে খলক ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন বর্তমান প্রেক্ষাপটে করোনা করোনা উপসর্গে যে কোনো মৃতদের কাফন-দাফনের বিশেষ ভূমিকা পালন করে আসছে। ইতিমধ্যেই #
খুলনা বিভাগে ৬৩ উপজেলাতেই উপজেলা ভিত্তিকি টীম গঠন করে করোনায় মৃতদের দাফন কার্যে বিশেষ ভূমিকা পালন করে আসছে। এ খেদমতের ধারাবাহিকতা বৃহত্তর কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ এর দৃষ্টিগোচর হলে তাদের অত্যান্ত আগ্রহের সৃষ্টি হয়, তখন তারা এ ফাউন্ডেশন-এর সাথে একাকার হয়ে এ সেবামূলক খেদমতে অংশগ্রহণের ইচ্ছা পোষণ করে এবং খেদমতে খলক ফাউন্ডেশনকে তাদের ইচ্ছা বাস্তবায়নের আহবান করে। ফাউন্ডেশন তাদের ইচ্ছাকে সাধুবাদ জানিয়ে খেদমতে_খলক ফাউন্ডেশন ও ওলামা_পরিষদের যৌথ সমন্বয়কারী মাওঃ আরিফুজ্জামান, মুহতামিম, মুমতাজুল উলুম মাদরাসা, কুষ্টিয়া-এর নেতৃত্বে প্রথম কার্যক্রমের অংশ হিসেবে আজ ০৬/০৯/২০ইং রোজ রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়াম-এ করোনায় মৃতদের কাফন-দাফন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। উক্ত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন খেদমতে খলক ফাউন্ডেশন এর কেন্দ্রীয় প্রশিক্ষক টীম মুফতি আজিমুদ্দিন-এর নেতৃত্বে মুফতি ওয়ালিউল্লাহ, মুফতি জুবায়ের ও রাশেদুজ্জামান। অনুষ্ঠানে বৃহত্তর কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ-এর সভাপতি মুফতি আঃ হামিদ (দাঃবাঃ) ও মহা সচিব মুফতি রেজাউল করিম (দাঃবাঃ) সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রধান_অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাজী মোঃ রবিউল ইসলাম চেয়ারম্যান জেলা পরিষদ কুষ্টিয়া, বিশেষ_অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতাউর রহমান আতা চেয়ারম্যান সদর উপজেলা কুষ্টিয়া, জনাব জুবায়ের হোসেন চৌধুরী -সদর উপজেলা নির্বাহী অফিসার কুষ্টিয়া, ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম সিভিল সার্জন কুষ্টিয়া এবং মোঃ আমিনুর রহিম পল্লব বিশিষ্ট সমাজসেবক কুষ্টিয়া।
অনুষ্ঠান শেষে খেদমতে খলক ফাউন্ডেশন-এর পক্ষ থেকে প্রত্যেক টীমকে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
খেদমতে খলক ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা বা করোনা উপসর্গ বা সাধারণ মৃত্যু বরণ করলে তার গোসল, কাফন-দাফনের জন্য খেদমতে খলক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে (01911-019744) নাম্বার দেন। উল্লেখ্য খুলনা বিভাগের প্রতিটি থানাতেই খেদমতে খলক ফাউন্ডেশন-এর কাফন-দাফনের প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবক টীম প্রস্তুত আছে।
এবং নিজস্ব ফ্রী এম্বুলেন্স সার্ভিস-এর ব্যবস্থা আছে।
সংবাদটি সাংবাদিক আবদুল্লাহ আল মামুন কে জানান খেদমতে খলক্ব ফাউন্ডেশনের সম্মানিত সদস্য মুফতী সাইফুল ইসলাম সাহেব।