এস কে ইউসুফ,খুলনা প্রতিনিধি।। ফুলতলা উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ সালে খুলনা জেলার ফুলতলা উপজেলার গিলাতলা আহমাদিয়া দাখিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এছাড়াও ফুলতলা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুনরায় নির্বাচিত হলেন একই মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ ইব্রাহিম। সেই সাথে উপজেলা পর্যায়ে খ গ্রুপের কেরাত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান। তিনটি বিষয়ে শ্রেষ্টত্বের গৌরব অর্জন করায় এক উৎসব মুখর পরিবেশ বিরাজ মাদ্রাসা প্রাঙ্গনে। কয়েকজন অভিভাকের সাথে কথা বলে জানাগেছে, তারা বলেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি শেখ আঃ হক দায়িত্ব গ্রহন করার পর থেকেই মাদ্রাসার সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদ্বারা পরিচালিত হচ্ছে মাদ্রাসা, সেই নতুন ভাবে যোগ হয়েছে প্লে এবং নার্সারি বিভাগ ফলে ছোট থেকেই ইসলামী শিক্ষার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। সব মিলিয়ে আমরা খুশি এমন সুন্দর পরিবেশের একটি মাদ্রায় ছেলে মেয়েকে পড়াশুনা করাতে পেরে। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ আঃ হক বলেন, ফুলতলা উপজেলায় মাদ্রাসা পর্যায়ে গিলাতলা আহমাদিয়া দাখিল মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে এ সাফল্য অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন