মুহা. সাজেদুল ইসলাম (শান্ত)
রাত্রি শেষে মুয়াজ্জিনে হাঁকছে আযান
উঠো হে মুমিন আদায় করো সালাত।
পূর্ব দিগন্তে উঁকি দিয়েছে সূর্যি মামা
চাষাবাদে মাঠে নেমেছে কৃষক মালী।
আকশে উড়ছে সাদা মেঘের ভেলা
পূবালী বাতাসে কি যে করি?
মাঠে চড়ছে গরু মহিষ আর
রাখাল ছেড়েছে আকাশে ঘুড়ি।
দুপুর বেলায় ছেলে-মেয়ে সব
আনন্দে করে ছুটাছুটি।
বাবা এনেছে নদী থেকে মাছ
রুই কাতলা আর পুটি।
বিকেলে সূর্যটা হয়েছে হলুদ
ঘনিয়ে আসছে কালো আধাঁর,
মা বলে খোকা পড়তে বসো
খেলাধুলা করবি কাল আবার।