চাঁদপুর পৌরসভা বিষ্ণুন্দী মিজি বাড়ীর অসহায় বিধবার সম্পত্তি দখলের চেষ্টা,থানায় অভীযোগ

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে এক অসহায় বিধবার ও তার এক প্রতিবন্ধী সন্তানের বাড়ি জোরপুর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরনে ও সরেজমিন পরিদর্শনে জানা যায়, গত ১০ জুন বুধবার করোনা মহামারী সময়কে কাজে লাগিয়ে জৈনক বাবুল মিজি সকাল ৮টার সময় ঐ সুফিয়া বেগমের বসত ভিটায় দেয়াল নির্মান করতে যায় সুফিয়া বেগম বাধা দিতে গেলে বাবুল মিজিও তার সাথে থাকা ২০/২৫ জন সন্ত্রাস বাহিনী সহ তাদেরকে মারধর করে ও ঘরবাড়ি ভাংচুর করে,তাদেরকে মারান্তক ভাবে আহত করে, এসময় পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে আসলে বাবুলমিজি ও তার লোকজন পালিয়ে যায়। এ ব্যাপারে সুফিয়া বেগমের সাথে কথা বললে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, আমার স্বামী মারা যাওয়ার পর এ সম্পত্তি আমার কেউ না থাকার কারনে আমার পাশ্ববর্তী বাবুল মিজিকে পাওয়ার অফ এট্রোর্নী দেই কিন্তু সে এ সুযোগে প্রতারক বাবুল মিজি তাহাকে কিছু না জানাইয়া তাহার সম্পত্তি অন্যত্র বায়না করে টাকা আত্মসাৎ করার লক্ষে সুফিয়া বেগমকে সব সময় ভায় ভিতি দেখাতো এব্যপারে ভুক্তভোগী মহিলা তাকে জিজ্ঞাসাবাদ করিলে বাবুল মিজি তাহাকে ভয়-ভীতি ও তাহার প্রতিবন্ধী ছেলেকে জীবন প্রান নাসের হুমকি দেয়। পরবর্তীতে ভুক্তভোগী মহিলা এক আইনজীবীর সহায়তায় ও সহযোগিতায় পাওয়ার অফ এট্রোর্নী বাতিলের জন্য বিজ্ঞ সহকারী জজ আদালত চাঁদপুরে মামলা দায়ের করেন। যাহা বর্তমানে চলমান মামলা নং৩৯২/২০১৯ইং বর্তমানে দেশব্যাপী (কোভিড ১৯) করোনাভাইরাস মহামারীর চলাকালে এই দুর্যোগে বাবুল মিজি ১০ জুন ২০২০বুধবার সকাল অনুমান ৮ টার সময়ে একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশি অস্ত্র সহ বিধবা সুফিয়া বেগমের বসতবাড়ি ভূমি দখলের চেষ্টা করে।ভুক্তভোগী মহিলা ভূমি দখলে বাধা দিলে সুফিয়া বেগম সহ তাহার পরিবারের সলকে বাবুল মিজি ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর করে জখম করে।পরবর্তীতে এলাকার সাধারণ জনগণের সহযোগিতায় ৯৯৯ ফোন করেন। ৯৯৯এর সহযোগিতা ও চাঁদপুর জেলা পুলিশ সুপার মহদয়ের জরুরী হস্তক্ষেপে ভূমিদস্যু সন্ত্রাসীরা পালিয়ে যায়,চাঁদপুর মডেল থানার এ এস আই আনোয়ার বলেন আমরা ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং উভয় পক্ষকে শান্ত করি ও নির্মান কাজ বন্ধ করে দেই, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান ঐ তদন্তকারী কর্মকর্তা। ভূমিদস্যু বাবুল ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে ভয়ে বিধবা মহিলা তাহার পরিবারের জান মাল নিরাপত্তার আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করতিছে।এই ব্যাপারে বাবুল মিজির স্ত্রি ও অন্যান্যরা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি না, বাবুল মিজি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তার সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাই।




error: Content is protected !!