চাঁদপুরে ওসি-এসআইসহ আরও ৬ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

আলমাগীর বাবুঃচাঁদপুর প্রতিনিধিঃচাঁদপুরে হাইমচর থানায় ওসি,এসআাই সহ ৩পুলিশ করোনায় আক্রান্ত হয়েছে।চাঁদপুর জেলায় আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এর মধ্যে হাইমচরে ৪ জন, আর মতলব দক্ষিণ উপজেলার ২ জন রয়েছেন। এর ফলে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জন। আর মৃতের সংখ্যা ২৩ জন অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানান।হাইমচরে আক্রান্তদের মধ্যে ৩ জনই পুলিশ। তারা হলেন- থানার ওসি জহিরুল ইসলাম খান, সেকেন্ড অফিসার, একজন এসআই ও মসজিদের মুয়াজ্জিন। আক্রান্ত মুয়াজ্জিন ঢাকায় থাকতেন। তিনি ঢাকা থেকে সম্প্রতি গ্রামের বাড়ি আসেন।এদিকে মতলব দক্ষিণ উপজেলায় নতুন আক্রান্ত ২ জন হলেন- নারায়ণপুর এলাকার ব্যাংক কর্মকর্তা (৪৯) ও কলাকাদী গ্রামের ব্যবসায়ী (৪৫)। হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন বলেন, থানার ওসি ও দুই পুলিশ সদস্যসহ নতুন আক্রান্তরা গত ৭ জুন নমুনা দেন। মঙ্গলবার তাদের রিপোর্ট পজেটিভ আসে। রিপোর্ট আসার পর ওসি ঢাকায় চলে গেছেন। আর অন্য দু’জন পুলিশ সদস্য চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছেন। আর মুয়াজ্জিন হোম আইসোলেশনে আছেন।তিনি বলেন, থানার বিষয়ে আমরা কন্টাক্ট ট্রেসিং করছি। যারা কন্ট্রাক্টে ছিলেন তাদের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। আর যাদের উপসর্গ দেখা দেবে তাদের নমুনা সংগ্রহ করা হবে।চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ৪৯টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৬টি পজিটিভ, ৪৩টি নেগেটিভ।




error: Content is protected !!