চাঁদপুরে নতুন ৩০ জনসহ করোনা আক্রান্ত ৫শ’ ছাড়িয়েছে, মৃত ৪১

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

চাঁদপুর প্রতিনিধিঃআলমগীর বাবুঃ
চাঁদপুরে আরও ৩০ করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫০৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪১ জন। বুধবার এ তথ্য জানিয়েছে সিভিল সার্জন অফিস।
স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় ১৭ জুন বুধবার রিপোর্ট আসে ৯০ জনের। এর মধ্যে পজেটিভ রিপোর্ট আসে ২৪ জনের। এছাড়া আইসিডিডিআরবির মাধ্যমে সনাক্ত হয়েছে আরও ৬ জন।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৬ জন, হাজীগঞ্জ উপজেলায় ১ জন, ফরিদগঞ্জে ৪ জন। এর মধ্যে সদরে উপসর্গ নিয়ে মৃত মফিজুল ইসলাম ও ফরিদগঞ্জের আজিজ মোল্লার রিপোর্ট পজেটিভ। অর্থাৎ তারা করোনা আক্রান্ত ছিলেন।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৮১ জন, মতলব উত্তরে ২৭ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৫০ জন, শাহরাস্তি উপজেলায় ৬৩ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৬১ জন, হাজীগঞ্জ উপজেলায় ৫৯, কচুয়া উপজেলায় ২৮ জন এবং হাইমচরে ৩৩ জন।
আক্রান্তদের মধ্যে জেলায় মারা গেছেন সদর উপজেলায় ১২ জন, হাজীগঞ্জ উপজেলায় ১২ জন, মতলব উত্তরে ৪ জন, মতলব দক্ষিণে ১ জন, শাহরাস্তিতে ৩ জন, কচুয়ায় ৪ জন, ফরিদগঞ্জে ৫ জন।




error: Content is protected !!