চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২

চুনারুঘাট প্রতিনিধি ঃ
চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ১২১ জন ছাত্র-ছাত্রীকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জি: মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের চুনারুঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও চুনারুঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সজল দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদ, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম বকুল। অনুষ্ঠানে কোরআন থেকে তেলওয়াত করেন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন তরফদার ও গীতা পাঠ করেন অধ্যক্ষ মানিক চন্দ্র দেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাংবাদিক জুনাইদ আহমেদ, সাংবাদিক শংকর শীল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অফিস ইনর্চাজ এন আই সুবেল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইনস্ট্রাক্ট্রর জেসমিন সুলতানা, লিয়াকত আলী খান, জ্যোৎ¯œা আক্তার, অফিস সহকারী আব্দুল্লাহ আল মামুন, মোঃ ফয়ছল আহমেদ এবং ছাত্রছাত্রীদের পক্ষে পাপিয়া আক্তার, মোঃ শুভ মিয়া, মোঃ লিটন মিয়া, ফখরুদ্দিন ইয়ামিন, হৃদয় মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সজল দাস বলেন ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। তথ্য প্রযুক্তিকে এগিয়ে নেওয়া জন্য মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়’কে অভিনন্দন জানান। তিনি ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলা একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। যার কোড নং- ৬৩০১৭। ২০১৩ সালে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক ইন নাম্বার লাভ করে। যার ইন নং- ১৩৫৬৫১। প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাস সহ শতভাগ পাশ করে আসছে। উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক যুবতী আত্মকর্মসংস্থানের সুযোগ লাভ করছে।




error: Content is protected !!