চুনারুঘাটে পশ্চিম পাকুড়িয়ায় রাস্তার ঢালাই কাজের উদ্বোধন।।

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

মোঃজামাল হোসেন লিটন,হবিগন্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট পৌর সভার ৭ নং ওয়ার্ডের পশ্চিম পাকুড়িয়া সওজ রাস্তা থেকে তাহির মিয়া মহালদারের বাড়ী পর্যন্ত রাস্তা আরসিসি ডালাই কাজের উদ্ভোধন করা হয়েছে।
বুধবার দুপুরে এ কাজের উদ্ভোধন করেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু।
এ সময় অন্যানদের মাঝে উপস্তিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ তাহির মিয়া মহালদার,পৌর কাউন্সিলর আসকির মিয়া, চুনারুঘাট প্রেস ক্লাব সেক্রেটারী জামাল হোসেন লিটন,কাজী মাহমুদুল হক সুজন,হাজী আঃহাই,সুরুজ আলী,লাল মিয়া,উস্তার মিয়া,জালাল মিয়া,শফিক মিয়া প্রমুখ।




error: Content is protected !!