চুনারুঘাটে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধিতে জন সচেতনতামূলক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে নিরাপদ অভিবাসন, নারী কর্মীর সক্ষমতা ও বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, অবৈধ পথে মানবপাচার রোধে জনসচেতনতামূলক প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা সভাকক্ষে উক্ত প্রেসব্রিফিংয়ে সভাপতিত্ব করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বক্তব্য রাখেন, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম, কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, মধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, সাংবাদিক কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জামাল হোসেন লিটন, নুরুল আমীন, খন্দকার আলাউদ্দিন, রায়হান আহমেদ, শিক্ষক মো. বদিউজ্জামান, শামছুল হক চৌধুরী, সুজিত দেব, আব্দুর রউফ প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর বলেন, করোনাভাইরাসের কারণে বিদেশ থেকে যে সকল প্রবাসী ভাই-বোন ফেরত আসছেন তাদের দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তাদেরকে ব্যবসা করার জন্য সরকার সহজ শর্তে ঋণ দেবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, যারা দালালের খপ্পরে পড়ে বিদেশ গিয়ে প্রতারিত হয়েছেন তাদের জন্য উপজেলা প্রশাসনের দরজা সবসময় খোলা। যেকোনো অভিযোগ নিয়ে আসলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।