চুনারুঘাটে ভাঙ্গা সাঁকো পরিদর্শন শেষে নিহত দুলালের পরিবারকে নগদ অনুদান

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

মোঃজামাল হোসেন লিটন,হবিগন্জ প্রতিনিধিঃহবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজির খিল ও খনকারী গাঁওয়ে পারাপারের মাধ্যম করাঙ্গী নদীর সাঁকো । সাকোটি দিয়ে খনকারিগাও গ্রামের নিহত দুলাল পাল (৪০) এর লাশ নিয়ে পারাপারের সময় লাশসহ বহনকারীরা সাঁকোটি ভেঙ্গে করাঙ্গী নদীতে পড়ে যায়। সেই সাঁকোটি শনিবার সরজমিনে পরিদর্শন করতে যান চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিনার (ভুমি) মিল্টন পাল, পিআইও প্লাবন পাল, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ মাষ্টার, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, সাংবাদিক আবেদ আলী প্রমুখ।

এসময় তিনি ব্রীজ না হওয়া পর্যন্ত একটি নৌকা দিয়ে পারাপারের ব্যবস্থা করার আশ্বাস দেন। পরে তিনি ১ কিলোমিটার হেটে কলা গাছের বেড়ায় ছড়ে নিহত দুলাল পালের (৪০) বাড়ীতে গিয়ে স্বজনদের খোজ খবর নেন। সরকারী বরাদ্দ থেকে উপজেলা প্রশাসন নগদ ১০ হাজার টাকা ও ঘর মেরামতের জন্য ঢেউটিন পৌঁছে দিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। নিহত দুলাল পালের স্ত্রীকে বিধবা ভাতার সুযোগ করে দেয়ার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করেন।

পরে তিনি নির্মাণাধীন কাজিরখিল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার বিকালে খনকারিগাও গ্রামের দুলাল পাল (৪০) হাসপাতালে নিহত হবার পর বাড়ীতে লাশ নিয়ে পারাপারের সময় লাশসহ বহনকারীরা সাঁকো ভেঙ্গে নদীতে পড়ে যায়।




error: Content is protected !!