চুনারুঘাটে মুড়ারবন্দ নূরনেছা ট্রাস্ট এর পক্ষ থেকে পবিত্র মাহে রামদানের প্রস্তুতি শীর্ষক আলোচনা সভা ও ইফতার, দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার
মুড়ারবন্দ দরবার শরীফে নূরনেছা ট্রাস্ট এর পক্ষ থেকে পবিত্র রামদানের প্রস্তুতি শীর্ষক আলোচনা সভা ও
ইফতার , দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । রমজান হয়ে উঠুক কুরআনের সাথে আমাদের সম্পর্ক হোক আয়ো
বিবিড় এবং মজবুত, পবিত্র রমজান পূণ্য অর্জনের শ্রেষ্ঠ মাস । মহান প্রভুর দরবারে ইবাদত ও আনুগত্যের
নাজ রানা পেশ করার সেবা মাস , পাপ মুক্ত জীবন গঠন ও গুনাহ থেকে মুক্ত হওয়ার মাস , আর সেই পবিত্র
রমাদান মাসের তাৎপর্য ও ফজিলত সম্পর্কে জানতে নূরনেছা ট্রাস্ট এর আয়োজনে এবং প্রতিষ্ঠাতা
চেয়ারম্যান রোটারিয়ান সৈয়দ মুহিদুল হাসান সুজন এর পরিচালনায় বৃহস্পতিবার (৪ মার্চ) ২৪ রমজানে
ঐতিহাসিক মুড়ারবন্দ দরগা জামে মসজিদ ঈদগাহ মাঠ প্রাঙ্গনে দুই শতাধিক মুসল্লী , দরবার শরীফের
আশেকান ভক্ত বৃন্দ ও মুরিদান , ফকির মিসকিন , প্রতিবন্ধী , দরবার শরীফের খাদেম , হাফিজিয়া মাদ্রাসা
ছাত্র ,শিক্ষক উপস্থিতিতে বাদ আছর হতে বাদ মাগরিব পর্যন্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । নূরনেছা
ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মুহিদুল হাসান সুজন বলেন , নূরনেছা ট্রাস্ট গঠন করেছি আমার
মায়ের নামে । এই ট্রাস্ট টি সবসময় গরীব , অসহায় সেবার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় কাজে পাশে দাঁড়াবো ।
তিনির এ বক্তব্য শেষে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয় । এসময় মাহফিলে উপস্থিত ছিলেন
মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী শাহ সূফী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ
চিশতী সফি , চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন , শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস
ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের খাদেম ভিংরাজ
মিয়া চিশতি , নজরুল ইসলাম চিশতি , লিমন আহমেদ , অলি আহমেদ চিশতী , আব্দুল হামিদ চৌধুরী
প্রমূখ । উক্ত ইফতার মাহফিলে সুজনের মাতা নূরনেছা সহ এলাকার সকল মুদ্রাদের জন্য এবং দেশ জাতির
কল্যাণে ও সর্বস্তরের মুসলিম উন্মাহ এর সুখ শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন মুড়ারবন্দ দরগা শরীফ
জামে মসজিদের পেশ ইমাম ও হাফিজিয়া মাদ্রাসা অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ নিয়ামত আলী ।




error: Content is protected !!