চুনারুঘাটে সাঁকো ভেঙ্গে লাশ নিয়ে পানিতে আধাঘন্টা পর উদ্ধার।। আহত ৬
মোঃজামাল হোসেন লিটন, হবিগঞ্জ প্রতিনিধি ঃজেলার চুনারুঘাট লাশ কাঁদে নিয়ে পারাপারের সময় সাঁকো ভেঙ্গে পানিতে পড়ে আহত হয়েছেন ৬ জন। লাশটিও পানিতে তলিয়ে গেলে এলাকাবাসীর সহযোগীতায় আধাঘন্টা পর উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে ১১জুন বিকেল ৩টায় উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল খনকারিগাওর মধ্যে করাঙ্গী নদীর মাঝে। স্থানীয় সুত্রে জানাগেছে, শারীরিক অসুস্থ খনকারিগাও গ্রামের মৃত নিরঞ্জন পালের ছেলে দুলাল পাল (৪০) কে মৌলভীবাজার হাসপাতালে নেয়ার পথে মারা যান। লাশ নিয়ে বিকেলে উল্লেখিত সময়ে ফেরার পথে বাড়ীর কাছে করাঙ্গী নদীর উপর সাঁকো দিয়ে পারাপারের সময় সাঁকোটি ভেঙ্গে গেলে লাশসহ সবাই পানিতে পড়ে যায়,এতে দুলাল,সুমন,আশিক,সহ ৬ জন আহত হয়। লাশটি এলাকাবাসীর সহযোগীতায় দীর্ক্ষণ পর উদ্ধার করা হয়।পরে সন্ধ্যায় বাড়িতে নিয়ে লাশটি দাহ করা হয়।স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, বার বার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সাঁকোটি মেরামতের জন্য বলা হলেও তারা কর্নপাত না করায় আজকের দুর্ঘটনা ঘটেছে। এবিষয়টি চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানার পর সাঁকোটি পুনঃ নির্মানের জন্য সাটিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করেন।