চুনারুঘাটে ৪শ পিস ইয়াবাসহ মৌলভীবাজারের এক যুবক গ্রেফতার

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০

মোঃজামাল হোসেন লিটন,হবিগন্জ প্রতিনিধি : জেলার চুনারুঘাট থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাতছড়ির রামগঙ্গা থেকে ৪০০ পিস ইয়াবাসহ তানভীর (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তানভীর (২৯)মৌলভীবাজার জেলা সদরের পাহাড় বর্ষিজুড়া এলাকার তাজুল মিয়ার ছেলে। এ ঘটনায় মাদক আইনে চুনারুঘাট থানায় এসআই রাজন দেব বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মাদক ব্যবসায়ী তানভীরকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ৮টায় চুনারুঘাট থানার এসআই রাজন দেব ও এএসআই রবিউল, এএসআই হাসান, এএসআই বাতেনসহ একদল পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালিয়ে মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারকালে তানভীরকে আটক করেন। উদ্ধার ইয়াবা ১লক্ষ বিশ হাজার টাকা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তানভীর দীর্ঘদিন যাবৎ চুনারুঘাট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বিবাড়ীয়াসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হাফডজন মামলা রয়েছে। আমরা তার সাথে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।




error: Content is protected !!