জাতির পিতার কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো বাঙালী জাতির নেতৃত্ব দিতেন – এমপি শাওন
এনামুল হক রিংকু লালমোহন (ভোলা) প্রতিনিধি
জাতির পিতার কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে বাঙালী জাতির নেতৃত্ব দিতেন। এ দেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতেন শহীদ শেখ রাসেল।
বঙ্গবন্ধু সংবিধানে সকলের সমান রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করেছেন। এসব বৈষম্য ভেঙ্গে ফেলার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। প্রত্যেক অবেহিত মানুষের জন্য শেখ হাসিনা সরকার পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন । তাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতার ব্যবস্থা করেছে।
মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে ক্ষুদ্র-নৃগোষ্ঠির মানুষদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে শেখ হাসিনা সরকারের সাফল্য তুলে ধরে প্রধান অতিথি বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এ-সব কথা বলেন।
এসময় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল- নোমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে র্যালি ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
বিকেলে লালমোহন উপজেলা ও পৌরসভা শেখ রাসেল স্মৃতি সংসদ এর আয়োজনে লালমোহন উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি জালালউদ্দিন বেল্লাল এর সভাপতিত্বে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলী শেষে চৌরাস্তায় আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ।