জীবননগর উপজেলায় অনলাইনের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা ব‌ইয়ের এমএস (MS) কাজের কার্যক্রম শুরু হয়েছে।

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০

মাহাম্মুদ হাসান জীবন,জীবননগর প্রতিনিধি চুয়াডাঙ্গা।

আজ থেকে জীবননগর উপজেলার সমাজসেবা অফিসে প্রতিবন্ধী ভাতা’র ব‌ইয়ের এম‌এস (MS) কাজের কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল ১০ টার থেকে এই কার্যক্রম শুরু হয়।

উক্ত ভাতা ব‌ইয়ের এম‌এস MS কাজের কার্যক্রম বিষয় সম্পর্কে জানতে চাইলে, জীবননগর উপজেলার সমাজসেবা অফিসের পিন্ট সুপার ভাইজার, ইনামুল হক বলেন ,, গত ঈদুল আজহার আগে যাদের প্রতিবন্ধী ভাতা’র ফ্রম জমা নেওয়া হয়েছিল তাদের ইউনিয়ন থেকে পাঠানো নামের তালিকা অনুযায়ী অনলাইনের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা’র ব‌ই তৈরির কাজ করা হচ্ছে,,, এবং যারা এর আগে প্রতিবন্ধী ভাতা’র ব‌ই পেয়েছেন তাদের ব‌ইয়ের স্মাটকার্ড করণের কাজ করা হচ্ছে। এবং পুরাতন ব‌ই জমা নেওয়া হচ্ছে।

এবং উক্ত কার্যক্রমের তারিখ দিয়ে মাইকে প্রচার প্রচারণার মাধ্যমে জীবননগর উপজেলার প্রতিটি ইউনিয়নের ভাতা প্রাপ্ত সকলকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এবং এই কার্যক্রম চলতি মাসের ৩১ তারিখ পযন্ত চলবে বলে জানা গেছে।

এবিষয়ে বিশেষ জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আরো জানা যায় যে যারা উক্ত ৩১ তারিখের মধ্যে ভাতা ব‌ইয়ের এমএস কাজ করাতে বাদ পড়বে ,, তাদেরকে পুনরায় একটি তারিখ নির্ধারণ করে আবার নতুন করে ডাকা হবে। বলে জানা গেছে।




error: Content is protected !!