ঝিনাইদহে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই নারীসহ ৩ জন আটক
মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়া এলাকা থেকে অস্বুস্থতা ও প্রেমের ফাঁদে ফেলে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই নারী সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গেল রাতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারনা আইনে মামলা হয়েছে।
আটককৃতরা হলো, সদর উপজেলার আড়মুখ গ্রামের মো: আলাউদ্দিনের মেয়ে সুমী (২৪), নলডাঙ্গা নারায়নপুর গ্রামের প্রফুল্ল কুমার বিশ^াসের ছেলে প্রদ্যুৎ কুমার বিশ^াস (৩০) এবং শৈলকুপা উপজেলার রয়ড়া গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে তন্নী (২৫)।
ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অস্বুস্থতার কথা বলে এবং মোবাইলে কথা বলে প্রতারনা করে মানুষের কাছ থেকে অর্র্থ হাতিয়ে নিচ্ছিল। পাশাপাশি নগ্ন ছবি তুলে ব্লাক মেইল করছিল। এমন সংবাদের ভিত্তিতে গেল রাতে শহরের ব্যাপারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা সহ সুমী, প্রদ্যুৎ কুমার ও তন্নীকে আটক করে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান এ চক্রের সাথে জড়িত আরো নাম পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।