ঝিনাইদহে ১ হাজার একর জমি জলাবদ্ধতায় হাজার ও কৃষক বিপাকে

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি;

ঝিনাইদহ জেলার সদর উপজেলার সুরাট ও নলডাঙ্গা ইউনিয়নের আওতায় রতনহাট, লাউদিয়া, চুটলিয়া এবং আড়পাড়া গ্রামরে মাঝে অবস্থিত চাতরা বিলে জলাবদ্ধতার কারণে হাজার ও কৃষক ক্ষতির সম্মূখিন। এই বিলের দক্ষিণ-পূর্ব কোণ দিয়ে অতিবাহিত একটি পুরনো বরখতের খাল ছিলো যা বর্তমান স্থানীয় ভুক্তভূগী কৃষকেরা আবাদি জমী হিসাবে ব্যবহার করায় এই বিলে প্রায় ১০০০(এক হাজার) একর আবাদি জমি জলাবদ্ধতায়। যেখানে ধান, পাট, মসুরি, খেসারিসহ ইত্যাদি ফসলদি উৎপাদন হয়ে থাকে কিন্তু প্রতি বছর বর্ষার মৌসুমে,বৃষ্টিতে এই বিলের ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়ে কৃষকেরা আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়ে এবং সঠিক সময়ে ধান রোপন করতে পারে না। তাই অত্র চার গ্রামের হাজার ও কৃষক দাবি জানান চাতরা বিলের দক্ষিণ কোণ দিয়ে বরখতের খাল খনন করে ঝাফর নামক খালের সাথে সংযুক্ত করলে আমরা সঠিক সময়ের মধ্যে ফসলদি উৎপাদন করে আর্থিক ভাবে লাভবান হতে পারবো এবং আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন কোথায় ও কোন আবাদি জমি ফেলে রাখবেন না তাই উক্ত খালটি খনন করলে মাননীয় প্রধান মন্ত্রীর জমি চাষ সম্বন্ধে মন্তব্যের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হবে।




error: Content is protected !!