ঝিনাইদহের কালীগঞ্জে বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

৩০ ঘন্টার ব্যবধানে ঝিনাইদহের কালীগঞ্জে ৩ টি বাল্যবিবাহ বন্ধ করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় বাল্যবিয়ে দেয়ার অপরাধে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভুপালি রানী সরকার এ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার ভ’মি ভুপালি রানী সরকার জানান, বাল্যবিয়ে দেওয়া হচ্ছে গোপন সংবাদ পেয়ে বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উপজেলার পৃথক ৩ টি গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধসহ জরিমানা করেন। তিনি জানান, বুধবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে (১৫) বাল্যবিয়ে দিচ্ছেন খবরে অভিযান চালান। এ সময় বর যশোরের বাঘাপাড়া উপজেলার জহরপুর গ্রামের রাজু আহম্মেদ দৌড়ে পালিয়ে রক্ষা পেলেও মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বিকেলে উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে (১৫) এর সাথে মহেশপুর উপজেলার সড়াতলার আলাউদ্দীনের ছেলে নাজমুল ইসলামের বাল্যবিয়ে দেয়ার আয়োজন চলাকালে অভিযান চালান। এ সময় উভয়পক্ষকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এরপর বৃহস্পতিবার বিকেলে বাল্যবিয়ের অপরাধে বর রায়গ্রাম ইউনিয়নের দয়াপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে আজগর আলীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
বিগত ৩০ ঘন্টার ব্যবধানে ৩ টি বাল্যবিয়ে বন্ধসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন বলে জানান এই নির্বাহী ম্যজিষ্ট্রেট।




error: Content is protected !!