ঝিনাইদহের মহেশপুরে কৃষকের কাজ থেকে গরু ছিনতাই

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি;

ঝিনাইদহের মহেশপুরের পল্লীতে এবার কৃষকের কাজ থেকে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী উপজেলার কাকিলাদাড়ী গ্রামের মৃত কুড়োন ম-লের ছেলে আশাদুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে তিনি জমিতে লাঙ্গল দেয়ার জন্য দুইটি গরু ও লাঙ্গল কাঁধে নিয়ে মাঠে যাচ্ছিলেন। কালিগজ্ঞ-জীবননগর মহাসড়কের কাটাখালি পুলিশ বক্স-এর সামনে আসা মাত্রই পিছন দিক থেকে একটি পিকআপ ভ্যানে ৭/৮জন এসে তাকে মারধর করে। সেই সাথে একটি গরু পিকআপ ভ্যানে উঠিয়ে নেয় অপর গরুটি ছাড়া পেয়ে দৌড় দিলে পিকআপে উঠানো একটি গরু নিয়ে তারা পালিয়ে যায়। তিনি কাউতে চিনতে পারেননি বলে জানান।
তিনি বলেন- গরুটির মূল্য কমপক্ষে ১লাখ ৩০হাজার টাকা।
ওই এলাকার বিপলু মেম্বার জানান, সকাল ৬টার দিকে তিনি খবর পাওয়ার সাথে সাথে মহেশপুর থানাকে জানান এবং মটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করেও ওই ছিনতাইকারীদের নাগাল পাননি। পরে মহেশপুর থানা থেকে পুলিশ ভুক্তভোগী আশাদুলের বাড়ীতে এসে তার সাথে কথা বলে চলে যায়।
বিষয়টি নিয়ে মহেশপুর থানার এস আই মাসুদ এ প্রতিবেদককে বলেন, মোবাইলে খবরটি পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। চেষ্টা চালানো হচ্ছে গরুটি উদ্ধারের। তবে বিষয়টি নিয়ে এখনো মামলা করতে কেউ আসেনি।




error: Content is protected !!