ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক-আলমসাধুর সংঘর্ষে ৬ নির্মাণ শ্রমিক নিহত, আহত-৪

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার মদনডাঙ্গা এলাকায় ট্রাক আলমসাধু মুখোমুখি সংঘর্ষে ৬ জন নির্মাণ শ্রমিক নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার সন্ধা সাড়ে ৬ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মদনডাঙ্গা বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
শৈলকুপা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, শৈলকুপার শেখপাড়া এলাকা থেকে একদল নির্মাণ শ্রমিক ইঞ্জিনচালিত আলমসাধু যোগে খোয়াভাঙ্গা মিকসার মেশিন নিয়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল।এসময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়া গামী বিপরীতমূখী একটি ট্রাক ওই স্থানে পৌছালে আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। সেসময় গুরুতর আহত হয় আরও ৪ জন। পরে খবর পেয়ে ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন, সদর উপজেলার কলামনখালি গ্রামের আলমসাধু চালক রাব্বি হাসান (২৫), দক্ষিণ কাস্ট সাগরা গ্রামের রিপন হোসেন (৩৫), হরিনাকুন্ডু উপজেলার শাখারিদাহ গ্রামের মেহেদি হাসান (৩২) ও অজ্ঞাত নামা এক জন। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায়।




error: Content is protected !!