ঝিনাইদহের শৈলকুপায় প্রধানমন্ত্রীর অনুদান পেলো ২৯১ ননএমপিও ভূক্ত শিক্ষক

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি;

ঝিনাইদহের শৈলকুপায় প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের চেক পেলো ২৯১ নন এমপিও শিক্ষক কর্মচারী। সোমবার দুপুরে করোনা কালে সকল ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে ৪ মাস ধরে বেকার হয়ে পড়া এসব শিক্ষক কর্মচারীর হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ননএমপিও শিক্ষকরা প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক অনুদানের এ চেক পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। আউশিয়া আইডিয়াল নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা নার্গিস খাতুন জানান করোনায় সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে তারা খুব কষ্টে দিনযাপন করছেন। প্রধানমন্ত্রীর এ অনুদান পেয়ে তারা এখন মানসিক ভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠলেন বলে জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহম্মেদ জানান, উপজেলার ৬টি স্কুল ও ৭টি কলেজের ২৯১ ননএমপিও শিক্ষক কর্মচারীর মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের চেক বিতরন করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, এসিল্যান্ড পার্থ প্রতিম বিশ্বাসী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন সহ আরো অনেকে।




error: Content is protected !!