টাকার অভাবেই জীবননগর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রাজিবের মা মারা গেছে ।

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

টাকার অভাবেই জীবননগর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রাজিবের মা মারা গেছে ।

মাহাম্মুদ হাসান জীবন,,,,, জীবননগর প্রতিনিধি চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মিসকাতুর রহমান রাজিবের মা রিজিয়া খাতুন (৫৬) ইন্তেকাল করিয়াছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায় ,, রাজিবের মা হৃদরোগে আক্রান্ত অবস্থায় গতকাল ২৭ এ আগস্ট সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় চিকিৎসার জন্য তার (রাজিবের ) মাকে হাসপাতালে ভর্তি করা হয়। এবং রাজীবের মার অবস্থা খুবিই আশঙ্কাজনক হওয়ায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মাকে নিয়ে কোনো হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়।

কিন্তু রাজিবের পরিবারের অবস্থা নিম্নবিত্ত হওয়ায় তা নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

অতঃপর রাজিবের মায়ের হার্টের সমস্যা অতিরিক্ত বেড়ে যাওয়ায় অন্যত্ত হাসপাতালে নেওয়ার আগেয় রাত ১.৩০মিনিটের সময় মৃত্যু হয়। এবং হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

উক্ত এই ঘটনাকে ঘিরে জীবননগর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব বুকভরা কষ্ট নিয়ে বলেন,,,

আমি জীবননগর পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাজিব, জীবনে কখনো কোন অন্যায় কাজ করেনি, ছাত্রলীগের পদ ব্যবহার করে কখনো লক্ষ লক্ষ টাকাও ইনকাম করিনি, টাকার অভাবে এইমাত্র আমার মা মারা গেল, কার কাছে বলব? কে শুনবে আমার কথা? কোথায় আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা? একটা চাকরির জন্য 2 বছর নেতাদের পেছনে ঘুরছি কেউ আমাকে একটা দারোয়ানের চাকরি ও দেয়নি, আমার মা মারা যায়নি, আমার মাকে হত্যা করা হয়েছে।
আরে হত্যা করেছে রাজনৈতিক ব্যবহারকারী কিছু সুবিধাবাদী।
আমার এই আকুতি কি নেত্রীর কাছে পৌঁছাবে?

জবাব চাই, আমার জবাব চাই

আরো জানা যায় আজ বেলা ১১টার সময় তার মায়ের জানাজার নামাজ সম্পূর্ণ করা হবে।
এবং উক্ত ঘটনাটিতে জীবন নগর পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।




error: Content is protected !!