টেকনাফের গহীণ অরণ্যে র‌্যাব-৭ এর অভিযান চালিয়ে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক-১

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জুন ১, ২০২০

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি করোনা সংক্রমণের ঝুঁকির মাঝেও থেমে নেই মাদক পাচার। মাদক কারবারীরা নিত্য নতুন কৌশলে মাদক পাচার চালিয়ে যাচ্ছে। মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদক ইয়াবার চালান আটক হচ্ছে টেকনাফ-কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকায়।

রবিবার (৩১ মে) দুপুরে টেকনাফের হাবিরছড়া এলাকায় গহীণ অরণ্যে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ ১জন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব ৭ সদস্যরা। যার বাজারমূল্য ৫ কোটি টাকা।
ধৃত ব্যক্তি হচ্ছে টেকনাফের হাবিরছড়া এলাকার আবুল কাশেমের ছেলে আব্দুস সালাম প্রকাশ পুতিয়া মাঝি(৪০)।

র‌্যাব ৭ মিডিয়া কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মামুন জানান, ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্ত এলাকা হতে মাদকের চালান সংগ্রহ করে চট্টগ্রাম ও কক্সবাজারের মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। ধৃত ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া থানায় মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। ধৃত ব্যক্তিকে জব্দ ইয়াবাসহ টেকনাফ থানায় সোপর্দ্য করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
৩১-০৫.২০




error: Content is protected !!