এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারের গোমনাতি ইউনিয়নে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছোট ভাই রুহুল আমীনের (৫০) মৃত্যু হয়েছে। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলো- বড় ভাই মোতালেব হোসেন (৬০), মোতালেবের স্ত্রী আলেমা (৫০) ও তার ছেলে আশেক এলাহী (৪৫)। শনিবার (২৫ জুলাই) বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) বিকালে ওই ইউনিয়নের পণ্ডিত পাড়া এলাকায় জমি নিয়ে বিমাতা ভাইদের মধ্যে মারামারি হয়। এতে ছোট ভাই রুহুল আমীন গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। আজ সকালে নিহতের ছেলে কাওছার আলী বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে রুহুল আমীন ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গেলে মোতালেব কিছু লোক নিয়ে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। রড, বাঁশ ও ধারালো ছুরির আঘাতে রুহুল আমীনসহ কয়েকজন গুরুতর আহত হয়। বাকিদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হলেও রুহুল আমীনকে সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে রুহুল আমীনের মৃত্যু হয়।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, শনিবার (২৫ জুলাই) ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।