ডোমারে মা-শিশুসহ আরো ৮জন করোনায় আক্রান্ত, ১৯বাড়ী লকডাউন

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারীর ডোমারে মা ও শিশুসহ আরো ৮জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে একজন শিশু,একজন নারী ও ৬জন পুরুষ। এ ঘটনায় ১৯টি বাড়ী লকডাউন করা হয়েছে। এ যাবত উপজেলায় মোট আক্রান্ত হলো ১৯জন।

রোববার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
আক্রান্তদের মধ্যে ভোগডাবুড়ী ইউনিয়নের মুন্সিপাড়ায় ১জন ও মাষ্টার পাড়ায় ১জন,গোমনাতী ইউনিয়নে পূর্ব আমবাড়ী গ্রামের ১জন,ডোমার সদর ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামে একজন,ডোমার পৌরসভার চিকনমাটি পাঠানপাড়া গ্রামে মা ও ৪বছরের শিশু সন্তানসহ ২জন,চিকনমাটি সওদাগড় পাড়ায় ১জন ও ছোটরাউতা গোডাউন পাড়ায় ১জন। এ ঘটনায় আক্রান্তদের বাড়ীসহ আশপাশের মোট ১৯টি বাড়ী লকডাউন ঘোষনা করেন উপজেলা প্রশাসন। ১৯বাড়ীর ১০০জনকে হোম কোয়ারিনটাইনে রাখা হয়েছে।

তারা সকলেই গত কয়েকদিন আগে ঢাকা থেকে জ্বর,গলা ব্যাথা ও পাতলা পায়খানা উপসর্গ নিয়ে ডোমারে আসেন। ২৩ ও ২৬মে মোট ৩৬ জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।এর মধ্যে ৮জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে ৫জন নারী একজন শিশু ও ১৩জন পুরুষ।
এ নিয়ে ডোমার উপজেলায় মোট করোনা সনাক্ত হলো ১৯জনের। এদের মধ্যে মাত্র ১জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন।




error: Content is protected !!