ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ জন নিহত।। নিহত প্রত্যেক পরিবারকে নগদ বিশ হাজার টাকা ও বিশ কেজি করে চাউল দিলেন- ইউএনও- মোঃ মিনহাজুল ইসলাম। 

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর রেল গেইট নামক স্থানে ট্রাক ও অটোরিক্সা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে নগদ বিশ হাজার টাকা ও বিশ কেজি করে চাউল দিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম। ১৬ আগষ্ট সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নছরতপুর রেল গেইট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। উক্ত সড়ক দুর্ঘটনা শায়েস্তাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম পরিদর্শনে গিয়ে মৃত ব্যক্তি দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়ে। এ সময় নিবার্হী অফিসার নিহত প্রত্যেক পরিবারকে নগদ বিশ হাজার টাকা ও বিশ কেজি করে চাউল মৃত ব্যক্তির বাড়িতে পৌছে দিলেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ বাজার হতে অটোরিক্সা-সিএনজি করে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে প্রাণ আরএফএল কোম্পানী কর্মস্থলে যাওয়ার পথে উপজেলার নছরতপুর নামক স্থানে ট্রাক ও অটোরিক্সা-সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি থাকা চালক সহ ৬ যাত্রী ঘটনাস্থলে মারা যায়। মমার্ন্তিক এ দুর্ঘটনায় নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের শ্রী বাউড় গ্রামের আকবর আলীর স্ত্রী রাহেলা খাতুন (৩০), একই গ্রামের সফর আলীর পুত্র স্বপন মিয়া (২৮), আবুল হোসেনের পুত্র আব্দুল আহাদ (৩৫), একই ইউনিয়নের ফান্দাইল আব্দুল্লাহ মিয়ার পুত্র সোহাগ মিয়া (২৬) ও হনুফা বেগম (২৭) নামে এক নারী। উবাহাটা ইউনিয়নের বরমপুর গ্রামের আনফর আলীর পুত্র আলা উদ্দিন (৩৫)। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ থানা ও ফায়ার সার্ভিসের কমর্ীরা নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মাইনুল হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। #




error: Content is protected !!