তাহিরপুর সীমান্তে ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি ও পাথরসহ দুটি নৌকা আটক
প্রতিনিধি সুনামগঞ্জ::
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি ও পাথর সহ দুটি বারকী নৌকা আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন -২৮বিজিবি অধীনস্থ লাউরগড় বিওপির টহল দল আজ (২৯আগস্ট) সীমান্ত পিলার ১২০৩/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী নামক স্থান হতে ৩০ঘনফুট ভারতীয় পাথর ও ২টি বারকী নৌকা আটক করে। অন্যদিকে একই দিনে লাউরগড় বিওপির টহল অন্য একটি পৃথক অভিযানে ভোররাতে সীমান্ত মেইন পিলার ১২০৪ এর নিকট হতে আনুমানিক ৩০০গজ ভারতের অভ্যন্তরে উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের দশঘর নামক স্থান হতে ৪২হাজার পিস ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি আটক করে।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮বিজিবি অধিনায়ক তসলিম এহসান পিএসসি জানান, আটককৃত ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি, পাথর ও বারকী নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।