তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ ও অবৈধ চুনাপাথর আটক করেছে বিজিবি

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

আবু জাহান তালুকদার:সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা সীমান্তে পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদের চালান ও অবৈধ চুনাপাথর আটক করেছে, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)অধীনস্থ চারাগাঁ ও বিরেন্দ্রনগর বিওপির টহল দল।

বিজিবি তথ্যসুত্রে জানাযায় গতকাল (৮,জুন) রাতে বিরেন্দ্রনগর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৪/৬-টি এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রাঙ্গাছড়া নামক স্থান হতে ২০০ ঘনফুট ভারতীয় চুনাপাথর আটক করে, যার আনুমানিক মূল্য ২৪,০০০/- টাকা।

অন্যদিকে একইদিনে রাতে চারাগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৬/১-টি এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট নামক স্থান হতে ২১ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩১,৫০০/- টাকা।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) অধিনায়ক মাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় মদ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়,এবং অন্যান্য মালামাল সমূহ সুনামগঞ্জ শুল্ক কার্যালয়, জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ।




error: Content is protected !!