তাহিরপুরে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি ::

“পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি, বাল্যবিয়ে ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পরিবার কল্যান সেবা ও প্রচার সাপ্তাহে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ই ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনার কার্যালয়ের সম্মলন কক্ষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির, উপজেলা ইউএইচএফপিও ডাঃ মির্জা রিয়াদ হাসান,
উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা আঃলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, যুবলীগ নেতা মিল্লাদ হোসেন, আবুল বাসার প্রমুখ।

এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের মাঠকর্মীসহ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এসময় পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা, বাল্যবিয়ে ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।




error: Content is protected !!