সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সীমান্তের ওপাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে টাঙ্গুয়া হাওরের নজরখালি ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে।
শনিবার (২ এপ্রিল) দুপুরে পাটলাই নদীর পানির চাপে বাঁধটি ভেঙে যায়। হাওরে পানি ঢোকায় তলিয়ে গেছে ফসল। গত কয়েকদিন হাওর পাড়ের কৃষকরা নিজেরা বাঁধটি রক্ষা করার চেষ্টা চালিয়ে আসছিলেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, হাওরে ১২০ হেক্টর জমি রয়েছে এর মধ্যে ২৫ হেক্টর জমি তলিয়ে গেছে।
যদিও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দাবি নজরখালি বাঁধটি তাদের দেওয়া বাঁধ নয়। হাওরের তলদেশ শুকিয়ে যাওয়ায় স্থানীয়রা জমিতে ধান লাগিয়েছেন।