দিনাজপুরের হিলিতে বাড়ি বাড়ি গিয়ে ও রাস্তায় অসহায় দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে যুবকেরা
আসলাম উদ্দীন, দিনাজপুর জেলা প্রতিনিধি ঃ
সারা বিশ্বে কেভিড19 সংক্রমনে মহামারী আকার ধারন করেছে দিন দিন মৃত্যুর মিছিল ক্রমশ বেড়েই চলেছে। বাংলাদেশে ও এর প্রভাবে বেড়েই চলেছে সংক্রমনের হার। বাডছে মুত্যুর হার। সারাদেশে অঘোষিত লক ডাউন চললেও পক্ষান্তরে দেশের অবস্থা মোটেও ভাল না।
দেশের এ ক্রান্তি লগ্নে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিও আশে পাশের গ্রাম গুলোতে এক দল স্কুল কলেজে অধ্যায়ন রত ৬০জন ছাএ/ছাত্রীর সমন্বয়ে গড়ে উঠেছে “হাকিমপুর ফাউন্ডেশন” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। সংগঠন টি গত ২৫শে মার্চ হতে আজ অবধি বিভিন্ন ভাবে অসহায় গরীব খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়েছে। খাদ্য সহয়তা ১টাকার দোকান সানিট্যাইজেশন সহ বিভিন্ন ভাবে জনগনের পাশে দাড়িয়েছে। এখন সংগঠন রমযান উপলক্ষ্যে রাস্তায় অসহায় রোযা দারদের ইফতার দিয়ে সহযোগিতা করছেন। তাদের দেওয়া ইফতার পেয়ে মানুষ খুব খুশি।
সংস্থাটির সভাপতি মেহেদী হাসান সোহাগ বলেন আমরা প্রথমে নিজেদের অর্থে সার্বিক কার্যক্রম পরিচালনা করেছি।সংস্থাটির কর্ম কান্ডে অনুপ্রাণিত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দিনাজপুর ৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব শিবলী গসাদিক। উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত সহ এলাকার অনেক বিত্তবানের আমাদের সহযোগিতা করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে।