দেশকে এগিয়ে নিতে হলে নারীদেরকেও এগিয়ে আসতে হবে – উপঃ চেয়ারম্যান গিয়াস

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২১

লালমোহন ভোলা প্রতিনিধিঃ

লালমোহনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষ ও করোনা পরিস্থিতিতে নারীদের নেতৃত্ব এবং নারীদের বলিষ্ঠ অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা ” “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ মার্চ সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন মানব সম্পদের অর্ধেক হচ্ছে নারী।আর সেই নারীদেরকে ঘরে আটকে রেখে দেশের উন্নয়ন সম্ভব না। আর নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা। দেশকে এগিয়ে নিতে হলে নারীদেরকেও এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনবী
মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,
সহ সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।




error: Content is protected !!