নওগাঁয় পাসপোর্ট সম্পাদনে মানুষের আগ্রহ বেড়েছে বিগত এক বছরে জেলার ১৬ হাজার ৬শ ৩০টি ই-পাসপোর্ট সম্পাদন

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২১

নওগাঁ প্রতিনিধি ঃ নওগঁা জেলায় পাসপোর্ট আঞ্চলিক অফিস স্থাপিত হওয়ার পর জেলাবাসীর পাসপোর্ট সম্পর্কিত জটিলতা নিরসন হয়েছে। এ জেলার মানুষ সহজেই এখন তঁাদের পাসপোর্ট তৈরী করতে সক্ষম হচ্ছেন। কাজেই মানুষের মধ্যে পাসপোর্ট তৈরী করার আগ্রহ পরিলক্ষিত হচ্ছে

পাসপোর্ট করতে নওগঁা আঞ্চলিক পাটপোর্ট অফিসে আসা বদলগাছি উপজেলার মোঃ শফিকুল ইসলাম, মহাদেবপুর উপজেলার মোঃ আজিজার রহমান, নওগঁা সদর উপজেলার কবির হোসেন জানিয়েছেন এখন অত্যন্ত সহজ প্রক্রিয়ায় অনলাইনে ফরমপুরনসহ যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হচ্ছে। নির্দিষ্ট খাতে সরকারী ফি ব্যাংকে জমা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কোন ঝামেলা ছাড়াই পাসপোর্ট পাওয়া যাচ্ছে। এর আগে সুদুর রাজশাহীতে গিয়ে পাসপোর্ট সম্পাদন করতে খুবই হয়রানির শিকার হতে হতো। পাসপোর্ট হাতে পাওয়া ছিল সময় সাপেক্ষ ব্যাপার। 

নওগঁা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মোঃ শওকত কামাল জানিয়েছেন গত জানুয়ারীথ২০২১ থেকে ৩০ ডিসেম্বরথ২০২১ পর্যন্ত সময়ে এই এক বছরে জেলার ১৬ হাজার ৬শ ৩০টি মানুষ তঁাদের পাসপোর্ট সম্পাদন করেছেন। এসব পাসপোর্টের সবগুলোই ছিল ই-পাসপোর্ট।

মাসভিত্তিক জেলায় পাসপোর্ট সম্পাদনের পরিমাণ হচ্ছে জানুয়ারী মাসে ৮৮৯টি, ফেব্রুয়ারী মাসে ১১৬৬টি, মার্চ মাসে ১৩০৩টি, এপ্রিল মাসে ৩৪৮টি, মে মাসে ৫৬১টি, জুন মাসে ৭২৬টি, জুলাই মাসে ২৫১টি, আগষ্ট মাসে ১৩২৪টি, সেপ্টেম্বর মাসে ২২১৬টি, অক্টোবর মাসে ২২৮৪টি, নভেম্বর মাসে ২২৩০টি এবং ডিসেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত ৩৩৩২টি। এসব পাসপোর্ট থেকে প্রচুর টাকা রাজস্ব আয় সম্ভব হয়েছে।#




error: Content is protected !!