নন্দীগ্রামে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য ইউনুস আলী ১০ই অক্টোবর নন্দীগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে। এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৪ঠা অক্টোবর দৈনিক মুক্ত সকালসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইনে ‘নন্দীগ্রামে সরকারি রাস্তার ইট উত্তোলন করে বারান্দা নির্মাণের অভিযোগ’ শীর্ষক সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি ১নং বুড়ইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়ে রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজ করে আসছি। ২ বছর পূর্বে তুলাশন গ্রামের ইটের রাস্তা নষ্ট হয়ে যায়। এরপর আমি জনসাধারণের চলাচলের জন্য ৪২ টলি মাটিদ্বারা ওই রাস্তা সংষ্কার কাজ করি। সে রাস্তার কিছু ভাঙা ইট গ্রামের রাস্তার বিভিন্ন স্থানে গর্ত পূরণ করে দিয়ে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করে দেই। ওই রাস্তার একটি ইটও আমার বাড়িতে নিয়ে যাওয়া হয়নি। মাদক ব্যবসায়ী আব্দুস সালাম, আলমগীর হোসেন, ভূমিদস্যু শাহিন আলম ও আশরাফ আলী গংদের অপকর্মের প্রতিবাদ করায় তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার করে থাকে। এর ধারাবাহিকতায় আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরণের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকিবো।




error: Content is protected !!