নন্দীগ্রামে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাকসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২৪

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাক উদ্ধারসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ মে) সকালে প্রেস ব্রিফিং করে নন্দীগ্রাম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ সরকার জানান, গত ২৯ এপ্রিল রণবাঘা বাসস্ট্যান্ড এলাকার ধান ব্যবসায়ী ওয়াজেদ আলী ২৬৫ বস্তায় ৫০১ মণ ধান চট্রো-মেট্রো-১১-৪৩৩৭ ট্রাকে লোড দিয়ে দিনাজপুরের সোনালী অটো রাইস মিলে পাঠায়। পরে ওই ধানবোঝাই ট্রাকটি ছিনতাই হয়ে যায়। এরপর ওই ধান ব্যবসায়ী বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করে।

নন্দীগ্রাম থানা পুলিশ ধান উদ্ধারের জন্য জোর তৎপরতা চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় সুনিদিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ মে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ঢাকা জেলার আশুলিয়া উপজেলার জিরাবো ফুলতলা হতে ট্রাক চালক সামিউল হক (৪২) এবং ঘটনার সাথে জড়িত আল-মামুন (২৬) ও মাসুদ রানা (২৯) কে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যমতে জামালপুর সদর উপজেলা হতে তাদের ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়। এরপর পাবনা জেলার চাটমোহর উপজেলা থেকে ২৬৫ বস্তা ধান উদ্ধার করা হয়েছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।




error: Content is protected !!