নন্দীগ্রামে প্লাস্টিক বস্তা ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমান

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৩

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নুনদহ (রুপিহার) এলাকায় অবস্থিত আকবর অটো রাইস মিলে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার না করে প্লাস্টিক বস্তা ব্যবহার করায় আকবর অটো রাইস মিলের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পরবর্তীতে পাটের বস্তা ব্যবহারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।



error: Content is protected !!