নন্দীগ্রামে বিধিনিষেধ অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে জরিমানা

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : করোনা মহামারিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে বগুড়ার নন্দীগ্রামে মা কেজি এন্ড হাই স্কুল খোলা রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ জানুয়ারি) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠানটি খোলা রেখে ক্লাস চালানো হচ্ছিলো। এ অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।




error: Content is protected !!