নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতিসহ তার ভাগনা ভাগনির উপর হামলার ঘটনায় জড়িত জামাত নেতা ছলিম গ্রেফতার৷
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামে শালিস বৈঠক নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন ও তার ৪ ভাগনা ভাগনী আহত হওয়ায় ঘটনার সাথে জড়িত জামাত নেতা কাজী ছলিম উদ্দিনকে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ।
গত শনিবার রাতে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদের নির্দেশে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওসার আহমেদ,এসআই
লোকেশ দাশসহ একদল পুলিশ রাত সাড়ে ১২ টায় অভিযান পরিচালনা করে তপথিবাগ গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাতি রাকিল হোসেনের ভগ্নিপতি এলাছ উদ্দিনের জায়গা জোর পূর্বক দখলে নেয়ার চেষ্টা করে একই গ্রামের মৃত তেরাফর উল্লার পুত্র আনোয়ার মিয়া (কামাল)। গত বৃহস্পতিবার ১৯ মে দুপুরে কামাল মিয়া ও তার লোকজন উক্ত জায়গা জোর পূর্বক দখল করার উদ্দেশ্যে
দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে জায়গায় অবস্থান করে হাকডাক দিয়ে গালিগালাজ করে। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়। বিষয়টি মীমাংসার স্বার্থে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, ইউপি সদস্য আজিম উদ্দিন ও ইউপি সদস্য দিলবার হোসেন মধ্যস্থতায় গত শুক্রবার বিকেলে প্রজাত পুর গ্রামে বাবলু মিয়ার বাড়িতে এক শালিস বৈঠক বসেন। এলাকার বিশিষ্ট শালিস বিচারকগন উপস্থিত ছিলেন। বৈঠকের শেষের দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আনোয়ার হোসেন কামাল-এর নেতৃত্বে জামাল, কাছাব উদ্দিন, জালালসহ ২০/২৫ জন লোক লোহার রড, রামদা ও দা দিয়ে এলোপাথারি হামলা চালায়। ভয়াবহ এ হামলা দেখে শালিস বিচারকরা দিকবেদিক ছুটাছুটি করতে থাকেন। হামলায় আহত হন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেনসহ তার ৪ ভাগনা ভাগনি । আহত রোকসানা ও সালামীন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নোমান হোসেন ও রাফায়েল আহমেদ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসাধীন। নবীগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ডালিম আহমেদ বলেন হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।