নবীগঞ্জে ঈদুল আযহার দিনে দিনমজুর পরিবারের উপর হামলা॥বাড়িঘর ভাংচুর, নগদ টাকা, স্বর্নালংকা লুট, একই পরিবারের পাঁচজন গুরুতর আহত

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২১

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার পল্লীতে ঈদের দিন বিকেলে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে কুপাকুপিতে দিনমজুর পরিবারের ৫জন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার সিট ফরিদপুর গ্রামের দিন মজুর জিতু মিয়ার সাথে বসত বাড়ি নিয়ে তার আপন ভাই আবির মিয়া(৩৫) সাথে একটি গাছ কাটা নিয়ে কথা কাটাকাটি হলে এরই জেরধরে আবির মিয়ার পক্ষ নিয়ে একই গ্রামের লাটিয়াল সন্ত্রাসী ফুলকাছ মিয়ার নেতৃত্বে একদল লোক জিতু মিয়ার পরিবারের উপর হামলা চালায়। এসময় তাদের হামলায় গুরুতর আহত হয় জিতু মিয়ার ছেলে আওলাদ মিয়া(৩০) পারভেজ মিয়া(২৫) দিলু মিয়া (২২) জুবায়ের (২০) এছাড়া জিতু মিয়া(৫৫) ও তার স্ত্রী আফিয়ারুন বেগম(৪৫) গুরুতর আহত হন। এর মধ্যে আহত আওলাদ মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। দিনমজুরের স্ত্রী গৃহবধূ আফিয়ারুন জানান,
হামলাকারীরা এসময় জিতু মিয়ার বসত ঘর ভাংচুর করে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্নাালংকার নিয়ে যায়। গৃহবধূ ও তার পুত্রবধূ সহ ৭ম শ্রেণীর ছাত্রী একটি বাথরোমে আত্মগোপন করে অবশেষে রক্ষা পান৷ ঘরবাড়িতে সন্ত্রাসী তান্ডব লীলা চালিয়ে সন্ত্রাসীরা ত্রাস সৃস্টি করেছিলো৷
এব্যাপারে নবীগঞ্জ থানায় ৯জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই শফিক বলেন আমি ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং আপোষ মিমাংসার চেষ্টা করতেছি,যেহেতু গরীব অসহায় পরিবার৷




error: Content is protected !!