নবীগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চৌধুরী  অনর উদ্দিন জাহিদের ইমামবাড়ী বাজারে মতবিনিময় ও গনসংযোগ৷ 

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ আসন্ন উপজেলা পরিষদ  নির্বাচনে নবীগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য
ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে বিশাল গনসংযোগ করেছেন উপজেলার ইমামবাড়ী বাজারের ব্যবসায়ী, জনপ্রতিনিধি সহ সকল শ্রেণী পেশার মানুষের সাথে । জানা গেছে, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের কৃতি সন্তান বিষিষ্ট  সমাজসেবক, যুক্তরাজ্য আওয়ামীলীগ (কোভেন্ট্রি শাখার) সিনিয়র সহ-সভাপতি চৌধুরী অনর উদ্দিন জাহিদ আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গনসংযোগ ও মতবিনিময় করছেন৷
২১ মে রবিবার বিকেলে উপজেলার ১২ নং কালিযার ভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী বাজারে বিশাল জনসংযোগ ও মতবিনিময় সভা করেছেন৷
ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কয়েস মিয়ার সভাপতিত্বে ও ইউপি যুবলীগের সাবেক সভাপতি বদরুজ্জামান চৌধুরী স্বাধীনের সঞ্চালনায়৷
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফরহাদ আহমেদ পাঠান৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম,  উপজেলা আওয়ামী লীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, আব্দুল মতিন চৌধুরী,১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছালেহ আহমদ, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আকবর আলী মেম্বার,৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দুলাল সরকার, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম চৌধুরী,  বিশিষ্ট ব্যবসায়ী ও বীরমুক্তিযোদ্ধা সন্তান মোঃ আব্দুল্লাহ মিয়া, জাপা নেতা মাস্টার নজরুল ইসলাম, ইউপি তাঁতীলীগ সভাপতি অলি আহমদ খাঁন, ছানু মিয়া চৌধুরী,
 ইউপি ছাত্রলীগের সাবেক সভাপতি দেওয়ান মোস্তাক, হাজী আব্দুর রহমান, সাদ্দেক চৌধুরী, শাহ্ জাহান মিয়া,  নুরুল ইসলাম,  আব্দুল্লাহ মিয়া ও সাজিদ মিয়া সহ ব্যবসায়ী জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ তিনি আওয়ামী লীগের সমর্থক হিসেবে  মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে যে কোনো সামাজিক  কর্মসূচিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। নির্বাচনে প্রার্থী হতে
 ইতিমধ্যে চৌধুরী অনর উদ্দিন জাহিদ  উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ, উঠান বৈঠকসহ নানা প্রচারণা চালাচ্ছেন। তিনি জানান, আমি আওয়ামী লীগের রাজনীতির সমর্থক। সব সময় চিন্তা দলের জন্য কাজ করার। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নতুনদের নেতৃত্বে নিয়ে আসছেন। তাই আমি নির্বাচনে জয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে চাই। নবীগঞ্জ উপজেলাকে একটি  মডেল ও স্মার্ট  উপজেলা  হিসেবে গড়ে তুলতে চাই৷
তিনি সকলের দোয়া/আশির্বাদ ও সমর্থন কামনা করেন৷



error: Content is protected !!