নবীগঞ্জের আউশকান্দি বাজারে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জবরদখল করে বিল্ডিং নির্মাণের গুরুতর অভিযোগ। এলাকায় সচেতন মহলের মধ্যে নিন্দার ঝড় বইছে
স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র আউশকান্দি হীরাগঞ্জ বাজারে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জবরদখল করে ভবন নির্মানের গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের মৃত- মিন্টু নমসূত্রের পুত্র দিনমজুর রিক্সা চালক বকুল সরকার জানান, তিনি বাদী হয়ে একই ইউনিয়নের মিনাজজুর গ্রামের আমেরিকা প্রবাসী প্রভাবশালী জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এই বিরোধীয় ভুমির তদন্ত প্রতিবেদনের উপর নারাজির আবেদন করেছেন। তিনি বিরোধপূর্ণ ভুমির মালিকানা দাবীদার
বকুল গংরা স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিকট কান্নাজড়িত কন্ঠে অভিযোগ করে উল্লেখ করেন,আমরা অসহায় গরীব বলে প্রভাবশালীরা কোটি টাকার প্রভাব কাটিয়ে আমাদের সম্পত্তি গ্রাস করতে মরিয়া হয়ে উঠেছেন৷ তিনি আরো জানান,
দরখাস্ত মামলা নং ৪৫/২০২২ইং (নবীগঞ্জ) বকুল সরকার বাদী হয়ে মিনাজপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলার প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদনের উপর নারাজির আবেদন করিলে বিবাদী জাহাঙ্গীর মিয়াকে লাগাতারে ৩টি নোটিশ করেন বিজ্ঞ আদালত, কিন্তু জাহাঙ্গীর মিয়া আদালত এবং আইনের প্রতি তোয়াক্কা না করে তিনটি নোটিশ গ্রহন করেননি এবং
জোরপূর্বক ভাবে অসহায় দিনমজুর রিক্সা চালক
বকুল সরকারের মৌরশী সম্পত্তি দখল করে বিল্ডিং নির্মাণ করছেন বলে আদালতকে জানানো হলে, বিজ্ঞ আদালত বিজ্ঞপ্তির মাধ্যমে ২য় পক্ষগণকে আগামী ৩ নভেম্বর ২০২২ ইং তারিখে হাজির হয়ে
জবাব দিতে বলা হয়৷
এদিকে বিজ্ঞ আদালতের নোটিশ ও আইনকানুনের তোয়াক্কা না করে প্রভাব বিস্তার করে অসহায়দের সম্পদ জবরদখল করে দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছেন ভবন নির্মানের কাজ৷ এঘটনায় চরম হুমকির মুখেও রয়েছেন বকুল সরকার ও তার পরিবারের লোকজন৷ তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন৷ এনিয়ে এলাকায় সচেতন মহলের লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে৷