নবীগঞ্জের পানিউম্দায় কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলায় সহজ সরল কিশোর গুরুতর আহত – সিলেট ওসমানীতে প্রেরণ৷ 

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৪
স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের নবীগঞ্জে  কিশোর গ্যাংয়ের সদস্যদের  অতর্কিত হামলায়  একটি সহজ সরল অসুস্থ  কিশোর গুরুতর আহত হয়েছে৷ আহতের নাম শেখ মোস্তফা শাহরিয়ার ( তানভীর) (১৭), সে উপজেলার পানিউম্দা ইউনিয়নের পানিউম্দা গ্রামের ও বাজারের বিশিষ্ট  ব্যবসায়ী শেখ রুবেল আহমেদ এর পুত্র৷ হামলাকারী চক্র কিশোর গ্যাংয়ের হাত থেকে আহতাবস্থায় কিশোরকে  উদ্ধার করে স্থানীয়রা প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তার  অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে  আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷ ৷
ভুক্তভোগীর পরিবারের দাবি, আহত তানভীর ৮ এপ্রিল বেলা ২টায় স্থানীয় পানিউম্দা বাজারে বিসমিল্লা হোটেলের সামনে একটি স্যালুনে চুল কাটাতে গেলে কিশোর গ্যাংয়ের সদস্য একই গ্রামের আব্দুল বাছিরের পুত্র জুবায়ের সহ তার সঙ্গীয়রা  তাকে দেখা মাত্রই নানা অশ্লীল ভাষায় গালিগালাজ ও কটুক্তি  করে,এতে  সহজ সরল কিশোর বিব্রত বোধ করলে তাকে গালিগালাজ করতে নিষেধ করেন৷ একপর্যায়ে জুবায়ের ক্ষেপে গিয়ে  সহযোগী কিশোর গ্যাংয়ের সদস্য নাহিদ,মাহবুব সহ ৫/৬  জন মিলে নিরপরাধ কিশোর তানভীরের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে  মারাত্মক জখমী করে কিশোর গ্যাং এর সদস্যরা আহত করে৷  আহতের আর্তনাদ ও শোর চিৎকার শোনে  স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়৷ পরে তাকে কর্তব্যরত চিকিৎসক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷
এ বিষয়ে আহতের পিতা ব্যবসায়ী শেখ রুবেল আহমেদ বলেন,
কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন যাবৎ এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত,তারা  স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীদের ইভটিজিং সহ প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড৷ এ বিষয়ে প্রশাসনের নিকট সুবিচার প্রার্থী হয়েছেন ভুক্তভোগীরা এবং আহতের পরিবার৷



error: Content is protected !!