নবীগঞ্জের শেরপুর গ্রামের ইয়াবা ব্যবসায়ী বাবুল সহ ২ জন গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে ৷ 

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের নবীগঞ্জে ৪২ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে৷ ধৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মরন নাশক ইয়াবা সহ  মাদকের জমজমাট  ব্যবসা করে আসছিলো৷ এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে
নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শামীম ও বাবুলকে গ্রেফতার করতে সক্ষম হন৷ এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায় গত বৃহস্পতিবার বিকেলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস,আই শাহিনুর আলম, এ,এস,আই লোকেশ চন্দ্র দাস ও এ,এস, আই আতাউল গনীর নেতৃত্বে  একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  বিশেষ অভিযান চালিয়ে দেবপাড়া ইউনিয়নের মাঠ বনগাও গ্রামের আঃ ওয়াহাবের পুত্র শামিম মিয়া (২০) ও করগাও ইউনিয়নের ভাটি শেরপুর গ্রামের কবির মিয়ার পুত্র বাবুল মিয়া ওরফে মোজাক্কির কে ইমামগঞ্জ বাজারের শামিম আহমদ এর পরিত্যাক্ত দোকান ঘর থেকে ৪২ পিস ইয়াবা সহ  গ্রেফতার করেন।
এই ব্যাপারে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শামস উদ্দিন খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ধৃতদের  বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং  বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷
এদিকে উল্লেখিত মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে৷



error: Content is protected !!