নারায়ণগঞ্জের বিস্ফোরণ ট্র্যাজেডি: পাকুন্দিয়ার দগ্ধ শেখ ফরিদ আর নেই
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী গ্রামের এমদাদুল হকের ছেলে যুবক শেখ ফরিদ (২১) এর মৃত্যু হয়েছে। গত ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেখ ফরিদের শরীরের ৯৩ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়াও শ্বাসনালী পুড়ে গেছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ ফরিদ।
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়। শেখ ফরিদ গফরগাঁও সরকারি ডিগ্রি কলেজ এর অর্নাসের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি নারায়ণগঞ্জের ডিসি অফিসে মাস্টার রোলে চাকরি করতো। দুই ভাই তিন বোনের মধ্যে ফরিদ সবার বড় ছিলেন। তাকে নিয়ে পরিবারের অনেক স্বপ্ন ছিল। তার মৃত্যু তে পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শেখ ফরিদ পড়াশোনার পাশাপাশি নারায়ণগঞ্জ ডিসি অফিসে মাস্টার রোলে চাকরি করতেন। এ মাসের ১৩ তারিখে তার চাকরি স্থায়ী হওয়ার কথা ছিল। ঘটনার পর আহত থাকাবস্থায় তার বাবা কে বলেছিল, ‘বাবা আমার কিছু হবে না। চিন্তা করো না’। শেখ ফরিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী এলাকা সহ পুরো উপজেলায়।