নারুয়াতে মিতুল হাকিমের অর্থায়নে করোনাভাইরাস মোকাবেলার স্বাস্থ্য সামগ্রী বিতরণ।।

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

মিঠুন গোস্বামী,রাজবাড়ী প্রতিনিধিঃ

বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের সার্বিক সহযোগিতায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম এম,পি পুত্র আসিক মাহামুদু মিতুল হাকিমের অর্থায়নে করোনাভাইরাস সচেতনতা মূলক মাস্ক ও স্বাস্থ সামগ্রী বিতরণ।

আজ ২৭ (শনিবার) সকাল এগারোটা নাগাদ নারুয়া মুনছুর আলী কলেজ মাঠে করোনাভাইরাস সচেতনতা মূলক স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয় উক্ত ইউনিয়নের ৯ টি ওয়ার্ড, ৫২ টি মসজিদের ও নারুয়া বাজার শ্রমিকদের মাঝে উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন।
এসময় আরো উপস্তিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামি যুবলীগের আহবায়ক রাসেল খান (রিজু),যুগ্ন আহবায়ক শফিকুর রহমান (তুহিন), উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিসুর রহমান (আনিচ),সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (তুরান),নারুয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক গনি শেখ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন হোসেন সহ আরো অনেকেই।

উক্ত কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন নারুয়া ইউনিয়ন আওয়ামিলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ জহরুল ইসলাম, তিনি বলেন এম,পি পুত্র আসিক মাহামুদু মিতুল হাকিম নিজের পরিবার রেখে পাংশা, বালিয়াকান্দি, কালুখালি উপজেলার মানুষের জন্য কাজ করে যাচ্ছে, করোনাভাইরাস কে ভয় না করে দিন রাত। তিনি বলেন মহামারী করোনাভাইরাস এর প্রাদুর্ভাব শুরু থেকে এখন অব্দি কর্মহীন মানুষের মাঝে খাদ্য পৌঁছে দিচ্ছে। আরো বলেন বাংলাদেশ আওয়ামীলীগ বৃহৎ সংগঠন সেখানে নিজেদের মাঝে মনো কোন্দল থাকতেই পারে, তবে এই মহামারীতে সব ভুলে একসাথে কাজ করতে হবে, তিনি আমাদের জানান আজ ১৬০০ মাস্ক, ১০০০ সাবান এবং ১০০০ কেপ বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমে অব্যাহত থাকবে যার নেতৃত্ব দিচ্ছে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগ।

শেষে এহসানুল হাকিম সাধন এবং উপজেলা নেতৃবৃন্দু উক্ত ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের স্বাস্থ সামগ্রী তুলেদেন ওয়ার্ড ছাত্রলীগ ও যুবলীগ সভাপতিদের হাতে এবং মসজিদের স্বাস্থ্য সামগ্রী তুলেদেন ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের হাতে।




error: Content is protected !!