নিরাপদ অভিবাসনের লক্ষ্য স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী কর্তৃক বাস্তবায়নাধীন সিমস প্রকল্প অবহিত করণ সভা সম্পন্ন
আসলাম পারভেজ হাটহাজারী#
নিরাপদ অভিবাসনের লক্ষ্যে স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী কর্তৃক বাস্তবায়নাধীন “সিমস প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা” ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম-এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী#আসলাম পারভেজ হাটহাজারী#
নিরাপদ অভিবাসনের লক্ষ্যে স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী কর্তৃক বাস্তবায়নাধীন “সিমস প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা” ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম-এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. রাশেদুল আলম ও স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম। প্রত্যাশীর সিমস্ প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনির সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা এবং নুরুল আলম বাশেক।
উপস্থিত বক্তাগণ বলেন- বিদেশ যাওয়ার পূর্বে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে হবে। বৈধভাবে বিদেশ গমনের পাশাপাশি বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে সকলকে উদ্যোগী করতে হবে। সৃষ্টি করতে হবে ব্যাপক জনসচেতনতা। দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে রেমিট্যান্স যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে। সরকারের সূবিধাগুলো তাদের দুয়ারে পৌঁছাতে হবে। অবহিতকরণ সভায় প্রকল্প বিষয়ক উপস্থাপন করেন জেলা সমন্বয়কারি রশিদা খাতুন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত সিম্স প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি সহায়তা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ।