মুহা. সাজেদুল ইসলাম (শান্ত)
সূর্যটা দেখ মাথার উপরে
বইছে পূবালী বাতাস,
কালো মেঘের ভেলা সরেছে
হাসি দিয়েছে আকাশ।
পাখি গুলি দেখো কেমনে
নীল আকাশে উরে,
বাসায় ছানা গুলিকে রেখে
খাবার খুঁজে ফিরে।
শেষ বিকালে নদীর তীরে
বসে আছি আমি,
অপেক্ষায় আছি আসবে কবে
পোষা পাখি তুমি।
রাত্রি যখন আঁধার ঘনে
পাখি গায় গান,
ফুলের সুবাসে মেতে উঠে
আমার মনও প্রাণ।