নীলফামারী জলঢাকায় ইয়াবাসহ ৬জন গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ।

শুক্রবার(১৭জুলাই) বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগের রাতে জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের সাইডনালা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, জলঢাকা উপজেলার বগুলাগাড়ী বাবুল্লাপাড়ার মাজেদুল ইসলাম সাজু (৪৩), মাথাভাঙ্গা এলাকার রোস্তম আলী (৪২), মুদিপাড়া এলাকার নরেশ চন্দ্র (৪৫) ও কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বড়ভিটা এলাকার ফারিকুল ইসলাম (৩৮), শহিদুল ইসলাম (৪৫) এবং উত্তর বড়ভিটা ডাঙ্গাপাড়ার সামসুল হুদা (৩৮)।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “গ্রেপ্তার ছয়জনই চিহ্নিত মাদক কারবারী। তাদের প্রত্যেককের বিরুদ্ধে জলঢাকা থানায় পাঁচটি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। সেই সব মামলা আদালতে বিচারাধীন।

“এছাড়াও আশেপাশের থানায় আরো একাধিক মামলা রয়েছে।“

তিনি জানান, মাদক কেনাবেচার গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশের একটি দল সাইডনালা বাজার এলাকায় অভিযান চালায়।

“সেখানে মাদক কেনাবেচার সময় ওই ছয়জনকে আটক করে। আটককৃতদের কাছ থেকে ৫০টি ইয়াবা জব্দ করা হয়। এছাড়াও মাদক কেনাবেচা কাজে ব্যবহৃত দুই মোটরসাইকেল এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।”

মোস্তাফিজুর জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শুক্রবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।




error: Content is protected !!