নীলফামারী সদর খাদ্য গুদামের কর্মকর্তার বদলি চেয়ে মিল মালিক সমিতির লিখিত অভিযোগ

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

এ জি মুন্না, নীলফামারী।

নীলফামারী সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মোঃ শাহেদুর রহমান কে অন্যস্থানে বদলি করে নতুন কর্মকর্তা চেয়ে জেলা খাদ্য কর্মকর্তার মাধ্যমে রংপুর আঞ্চলিক অফিসে লিখিত অভিযোগ করেছে সদর উপজেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির নেতকর্মীরা। লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, শাহেদুর রহমানের অসহযোগীতা অশোভন ও উদ্যাত্তমূলক আচরণের কারণে নীলফামারীর সদর উপজেলার মিলারগণ খাদ্য গুদামে সঠিকভাবে চাউল সরবরাহ করে ব্যবসা পরিচালনা করতে পারছেন না এবং তার খারাপ ব্যবহার ও অতিরিক্ত চাহিদার কারণে তারা বিগত বোরো মৌসুমে শতভাগ চাউল সরবরাহ করতে পারে নি।
নীলফামারী সদর উপজেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, গত বোরো মৌসুমে শতভাগ চাল সরবরাহ করতে পারিনি। কারন আমরা ছিলাম চালের বাজারে ক্ষতিরমুখে তারপরও আমরা চাল সরবরাহ করেছি কিন্তু এই ক্ষতির মধ্যেও শাহেদুর রহমান এর একটা অবৈধ চাহিদার কারণে আমরা শতভাগ চাল সরবরাহ করতে পারি নি।
তিনি আরো বলেন, আসন্ন আমন মৌসুমের আগেই তাকে বদলি করলে মিল বরাদ্দের আওতায় শতভাগ সংগ্রহ সফল হবে বলে।
এ বিষয়ে নীলফামারী সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মোঃ শাহেদুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।
জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল ভূঁইয়া বলেন, নীলফামারী সদর উপজেলা মিল মালিক সমিতির নেতাকর্মীরা আমার মাধ্যমে রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরাবর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মোঃ শাহেদুর রহমান এর বদলি চেয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমি সেই অভিযোগ পাছিয়েছি এখানে আমার কোনো কিছু করার এখতিয়ার নেই। যা করবে আমার উর্দ্ধতন কর্মকর্তা করবে।
এ বিষয়ে রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের সাথে মুঠোফোনে ( এই নাম্বারে ০১৭১২৭১২২০২) যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরে নি।




error: Content is protected !!